লালমনিরহাটে জমিজমা নিয়ে বিরোধে বৃদ্ধ খুন

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩২
ফাইল ছবি

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে আরও ৩ জন আহত হন।

মঙ্গলবার সকালে ইউনিয়নের ধাইরখাতা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, গত কয়েকদিন ধরে ওই গ্রামের মৃত ফতুলা মুন্সির ছেলে সামছুলের সঙ্গে জমির সীমানা নিয়ে প্রতিবেশী মৃত তরেয়া মামুদের ছেলে সফুর আলী (৬৫)র বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সফুর আলীর ভাতিজা লুৎফরের স্ত্রী হামিদাকে মারধর করে সামছুল। পরে হামিদাকে আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সফুর আলী (৬৫) ও তার বড় ভাই নুর ইসলাম (৭০) জমিতে গেলে সামছুল (৬৩) ও তার ছেলে লুৎফর (৩৫) (সামছুলের ছেলে ও সফুরের ভাতিজার একই নাম) সফুর আলীকে লাঠি দিয়ে বেদম মারপিট করতে থাকে। সফুরের ভাই নুর ইসলাম ও তার ছেলে লুৎফর (৪২) এগিয়ে এলে তাকেও মারতে শুরু করে। এক পর্যায়ে সফুর মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ সফুর আলীকে মৃত ঘোষণা করেন।

আহত নুর ইসলামকে হাসপাতালে ভর্তি করা হলেও লুৎফরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/প্রতিনিধি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

জাতীয় শিক্ষা সপ্তাহে চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন আলফাডাঙ্গা আদর্শ কলেজের

ডোমারে বিএনপির ভোট বর্জনের ডাক 

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

এই বিভাগের সব খবর

শিরোনাম :