দুই সেলফি ক্যামেরার ফোন আনল অপ্পো

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৮:৫৬ | প্রকাশিত : ২৩ মার্চ ২০১৭, ১৭:২৭

দেশের বাজারে দুই সেলফি ক্যামেরার ফোন আনল চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো। ফোনটির মডেল অপ্পো এফ৩ প্লাস। এটি সেলফি এক্সপার্ট ফোন। ফোনটিকে ভালো মানের সেলফি এবং গ্রুপ সেলফি তোলা যাবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ফোনটি আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে বিক্রির ঘোষণা দেয়া হয়।

ফোনটির সেলফি ক্যামেরায় ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা রয়েছে।

ফোনটি বাজারে বিক্রির জন্য ২৩ মার্চ থেকে প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। প্রি-অর্ডার চলবে ৩১ মার্চ পর্যন্ত।

ফোনটির ফ্রন্টে আছে একটি ১৬ মেগা পিক্সেল ক্যামেরা। সঙ্গে আছে ৬পি ক্যামেরা। এর পেছনের ক্যামেরায় সনির আইএমএক্স সেন্সর ব্যবহার করা হয়েছে। রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

ক্যামেরায় স্মার্ট ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

অসাধারণ পেছনের ক্যামেরা পেশাদার এবং উচ্চ-পর্যায়ের ছবি প্রদান করে দ্রুত ফোকাসিং গতি, নয়েস রিডাকশন এবং উন্নত কম-আলোর কর্মক্ষমতা সহ ১৬ মেগা পিক্সেল পেছনের ক্যামেরাকে শক্তি প্রদান করে একটি নতুন আইএমএক্স ৩৯৮ সেন্সর।ফোনের ক্যামেরায় বিউটিফাই ৪.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে আছে ভক ফ্ল্যাশ চার্জ। ফ্ল্যাশ চার্জের মাধ্যমে ব্যাটারি চার গুণ দ্রুত চার্জ হবে স্বাভাবিক ব্যাটারির তুলনায়।

অপ্পো এফ৩ প্লাস ফোনটিতে অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে আছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি বিল্টইন মেমোরি। এতে একটি ডুয়াল-স্লট কার্ড ট্রে রয়েছে। যাতে দুটি ন্যানো ফোরজি সিম ইনস্টল করা যায়। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

গোপনীয়তা নিরাপত্তা এবং সুরক্ষার জন্য হোম বাটনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হোম-বোতাম ফিঙ্গারপ্রিন্ট রিডার ফোনটি আনলক করে মাত্র ০.২ সেকেন্ডে।

ফোনটি ধাতব ইউনিবডি দ্বারা গঠিত। ৬ ইঞ্চির ডিসপ্লের এই ফোনটি ২.৫ ডি গরিলা গ্লাস ৫ প্রটেকশন রয়েছে।

এফ ৩ প্লাস ফোনটি সোনালি ও কালো রঙে ৩৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :