আস্তানা দুটি থেকে গ্রেনেড ছুড়ছে ‘জঙ্গি’রা

মাহবুবুর রহমান, মৌলভীবাজার থেকে
| আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৪:৫২ | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১০:৪২

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা বাড়ি দুটি থেকে গ্রেনেড ছুড়ে মারছে জঙ্গিরা। আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে তারা এসব গ্রেনেড ছুড়ছে। এছাড়া সকাল থেকে গেলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মুহুর্মুহ গোলাগুলিতে বাড়ি দুটির আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল দিবাগত রাত তিনটার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকার বাড়ি দুটি ঘেরাও করে রাখে। পরে তাদের সঙ্গে পুলিশ ও সোয়াট সদস্যরাও যোগ দেয়। সকাল ছয়টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বাড়ি দুটির ভেতর থেকে গ্রেনেড ছুড়ে মারে অবস্থানরত জঙ্গিরা। পুলিশ সতর্ক হয়ে পরিস্থিতি পর্যবেক্ষাণ করছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি মো. সাইফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে জঙ্গিরা ভেতর থেকে তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ছে। পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। বাড়ি দুটি ঘেরাও করে রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর ব্যবস্থা নেয়া হবে।

অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাটাইমসের মৌলভীবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান জানান, নাসিরপুর এলাকায় জঙ্গি আস্তানাটিতে মাঝে মাঝে বিকট শব্দ শোনা যাচ্ছে। তবে সেগুলো কিসের শব্দ তা বোঝা যাচ্ছে না। তিনি বলেন, জঙ্গি দুটি ঘিরে রাখার পর রাতেই পুলিশ বাড়ি দুটির আশপাশের এলাকার সব বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। এ কারণে তারা বাড়ি দুটি থেকে এক কিলোমিটার দূরে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, দুটি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। আশপাশের সব মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এখন জঙ্গিদের কব্জা করার সকল চেষ্টা চলছে। জঙ্গিরা নব্য জেএমবি সঙ্গে কানেজড়িত বলে ধারণা পুলিশের।

ঢাকাটাইমস/২৯মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :