ভোলায় যুব রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ সমাপ্ত

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০১৭, ১৮:১৭

যুব রেড ক্রিসেন্টকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ভোলায় যুব রেড ক্রিসেন্ট এর তিন দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।

মঙ্গলবার জেলা পরিষদ এর হলরুমে এ প্রশিক্ষণ শেষ হয়।

ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর আয়োজনে সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। ভোলা জেলা পরিষদ এর চেয়ারম্যান ও ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এসময় নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেয় যুব সদস্যরা।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো: আজিজুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা ইউনিট অফিসার তরিকুল ইসলাম, ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপু তালুকদার, উপ- প্রধান মো. আনোয়ার হোসেন, আলী আহম্মেদ বাহাদুর সাদ্দাম হোসেন, রুবেল হোসেন, আরিফ হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে রেড ক্রস ও ও রেড ক্রিসেন্ট এর জন্ম ও ইতিহাস, নীতিমালা, অন্দোলন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গঠন ও কার্যক্রম, প্রাথমিক চিকিৎসার ধারণাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :