নওগাঁয় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০১৭, ১৭:৪২| আপডেট : ১৩ মে ২০১৭, ২৩:২৭
অ- অ+
ফাইল ছবি

নওগাঁয় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালের দিকে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই জেলাব্যাপী ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বেশ কয়েকটি বজ্রপাতর ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, বিকালে সদর উপজেলার সরিজপুর গ্রামের হাসেমের ছেলে শিক্ষার্থী রফিকুল ইসলাম ও ফতেপুর গ্রামের জাহের আলীর ছেলে শিক্ষার্থী আমজাদ হোসেন আম কুড়াতে বাড়ির পাশের একটি বাগানে গেলে বজ্রপাতে মারা যায়।

জেলার আত্রাই উপজেলার দর্শন গ্রামে ধান কাটার সময় রাজশাহীর বাঘা উপজেলা থেকে আসা হাতেম আলীর ছেলে রতন ও একই এলাকার আফতাবের ছেলে মিলন বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।

এছাড়া জেলার মহাদেবপুর উপজেলার বিরগ্রামের আসাদুলের ছেলে আরাফাত মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জ্ঞান হারায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা