রায়পুর পৌরসভায় বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায়ে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০১৭, ১৯:২৫
অ- অ+

লক্ষীপুরের রায়পুর পৌরসভা এলাকায় বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। আগামী ছয় মাসের জন্য এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ সময় পর্যন্ত আগের নিয়মে ট্যাক্স আদায় করতে বলা হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

রায়পুর নাগরিক সুরক্ষা কমিটির আহ্বায়ক মো. নিজামউদ্দিনসহ পাঁচজনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আদালত অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করে। রুলে পৌরসভা করারোপ ও আদায় পদ্ধতি বিধিমালা-২০১৩ এর ২০(৩) বিধি অনুযায়ী রায়পুর পৌরসভা মেয়রের জারি করা নোটিশের ভিত্তিতে কর আদায় কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে পৌরসভা মেয়রসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মে/এমএবি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২
এনবিআরের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার 
মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা