চুয়াডাঙ্গায় নদীতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামের নিকটবর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রী লামিয়া (১০) ও ইয়াসমিন খাতুন (১১) মারা গেছে। সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে তাদের লাশ উদ্ধার করেন।
নিহত লামিয়া সদর উপজেলা শহরের মুসলিম পাড়ার হারুন অর রশিদের মেয়ে এবং চুয়াডাঙ্গা প্রভাতী স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ও ইয়াসমিন একই পাড়ার সন্টু মিয়ার মেয়ে এবং একই বিদ্যালয়ের একই শ্রেণির ছাত্রী ছিল।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বিকাল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে নিকটবর্তী মাথাভাঙ্গা নদীতে পরিবারের সদস্যদের সাথে লামিয়া ও ইয়াসমিন গোসল করতে যায়। এসময় তারা নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে তাদের লাশ উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আ. সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২২মে/প্রতিনিধি/এলএ)