গজারিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মো. মমিনুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযোগ এনে মামলা হয়েছে।
অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে গত শুক্রবার রাতে ফারুক হোসেকে কুপিয়ে জখম করেন মমিন মেম্বার ও তার সহযোগীরা। এ ঘটনায় ইউপি সদস্য মমিনকে প্রধান আসামি করে ফারুকের বাবা এই মামলা দায়ের করেন। পুলিশ দুইজনকে আটক করেছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় গ্রাম্য সালিশে নিজের ইচ্ছেমত রায় দেন এই ইউপি সদস্য। তার রায় মানা না হলে চালানো হয় নির্যাতন।
মমিন মেম্বারের অত্যাচারের শিকার পৈক্ষার পাড় গ্রামের নুরুল আমিন সরকার জানান, বিনা কারণে তাকে সম্প্রতি জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করেন মমিন মেম্বার। তাকে মেরে ফেলার উদ্দেশ্যে বস্তাবন্দি করে পানিতে ফেলে দেয়ার সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে।
মমিন মেম্বারের নির্যাতনের শিকার কালু মিয়া জানান, বিনা অপরাধে তাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করেন মমিন মেম্বার।
এ ব্যাপারে ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটন ঢাকাটাইমসকে জানান, তার কর্মকাণ্ডে তিনি নিজেও বিব্রত। তার অনৈতিক কাজে সায় না দেয়ায় তাকেও হুমকি দেয়া হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে মমিন মেম্বারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/জেবি)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সিরাজগঞ্জে গাড়িচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

ফরিদপুরের ১৩ গ্রামে রোজা শুরু

ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

মামুনুলের দ্বিতীয় শ্বশুরকে আ.লীগের কারণদর্শানো নোটিশ

‘ঋণের চাপে’ কৃষকের আত্মহত্যা

জীবনের নিরাপত্তা চান সাংবাদিক সরওয়ার

আশুলিয়ায় জুতা কারখানায় আগুন, চার শ্রমিক দগ্ধ

গাইবান্ধায় ব্যবসায়ী হত্যা: অবশেষে মামলা, আসামি রিমান্ডে

সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
