গ্রামীণ ইউনিক্লো’র ঈদ কালেকশন
ঈদের আনন্দে নতুন অনুষঙ্গ যোগ করে পোশাক। তাই সব বয়সের ও আয়ের মানুষের জন্যই গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে নানা ধরনের ক্যাজুয়াল এবং ট্রেডিশনাল পোশাকের সমাহার।
এর মধ্যে রয়েছে পাঞ্জাবী, পাজামা, শার্ট, টি- শাট, পোলো- শাট, জিনস প্যান্ট, চিনো প্যান্ট ও মেয়েদের অনেক ডিজাইনের কামিজ ও ক্যাজুয়াল শার্র্ট।
এছাড়াও ছেলেদের বক্সার ব্রিফ, ট্যাংক টপ ও মেয়েদের পালাজ্জো, লেগিংস, ওমেন পেন্সিল প্যান্ট। আরামদায়ক ও ট্রেন্ডি এসব পোশাক পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে ।
উল্লেখ্য গ্রামীণ ইউনিক্লোর বর্তমানে ১৩টি শাখা আছে। বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড, ধানমন্ডি মেট্রোশপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র্যাঙ্কিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংক রোড এবং সাভার সিটি সেন্টার।
(ঢাকাটাইমস/০৬জুন/এমইউ)