দাম্মামে শিশুদের নিয়ে ‘প্রবাসী মুকুল’ অনুষ্ঠান

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ১৮:৪২
অ- অ+

সৌদি আরবের দাম্মামে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের শিশুদের জন্য ‘প্রবাসী মুকুল’ নামে মনোজ্ঞ শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন বৃহস্পতিবার রাতে পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টার এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অনুর্ধ্ব দশ বছরের শতাধিক শিশু অংশ নেয়।

অনুষ্ঠানে শিশুদের কোরআন তেলাওয়াত, ইসলামি সঙ্গীত, গল্প, আবৃত্তি ও বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন ছিল।

রাত দশটায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় রাত দেড়টায়। এতে বাংলাদেশি সোসাইটির নেতৃত্বশীল ব্যক্তিবর্গ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল, পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারের ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং প্রবাসী বিভাগের প্রধান ও অন্যান্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিশুদের মায়েদের জন্যও আয়োজন ছিল পার্শ্ববর্তী তাঁবুতে। প্রজেক্টরের সাহায্যে তারা অনুষ্ঠান উপভোগ করেন।

(ঢাকাটাইমস/১০জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা