বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা

জিয়া অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যাবেন।
সাবেক এ প্রধানমন্ত্রীর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, ম্যাডম (খালেদা জিয়া) শারীরিকভাবে সুস্থ থাকলে পুরান ঢাকার বকশিবাজারস্থ আলিয়া মাদ্রাসার মাঠের অস্থায়ী ওই আদালতে যাবেন।
মামলা দুটির মধ্যে বৃহস্পতিবার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তদন্তকারী কর্মকর্তাকে পুনরায় জেরা এবং অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ শুনানির দিন ধার্য আছে।
পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান মামলার ওই কার্যক্রম পরিচালনা করবেন।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।
২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।
অন্যদিকে ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
মামলাটিতে বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।
(ঢাকাটাইমস/১৪জুন/আরজেড/জেবি)
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

নির্বাচন নিয়ে বিএনপির মামলা ভিত্তিহীন: আইনমন্ত্রী

বিজিবির গুলিতে নিহতদের ক্ষতিপূরণ চেয়ে রিট

দুই মামলায় তৈমূরের জামিন

জামিন বাতিল, কারাগারে সাফাত

খেলাপি ঋণের তালিকা চেয়েছে হাইকোর্ট

কুমিল্লায় খুনের দায়ে নারীসহ পাঁচজনের যাবজ্জীবন

‘সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস কেন অবৈধ নয়’

কারাগারে চিকিৎসায় ব্যক্তিগত চিকিৎসক চান খালেদা

মাদক-অস্ত্র মামলার তদন্ত এক মাসেই নিষ্পত্তির নির্দেশ
