সিএনজিতে ২০ গুণ বেশি ভাড়া দিলেন সালমান

মেহবুব স্টুডিও থেকে তাঁর বাড়ি ঢিল ছোঁড়া দূরে। তাই বোধহয় গতকাল টিউবলাইটের প্রমোশন শেষে আর নিজের গাড়িতে বাড়ি ফেরেননি সালমান খান। ফিরে আসেন অটো রিকশা ধরে।
ক্যাটরিনা কাইফকেও দেখা যায় প্রমোশনে। সম্ভবত মেহবুব স্টুডিওয় সালমানের উপস্থিতির খবর পেয়ে ক্যাটরিনা আসেন তাঁর সঙ্গে দেখা করতে।
তবে সালমান অত্যন্ত ব্যস্ত থাকায় তিনি দেখা করতে পারেননি ক্যাটরিনার সঙ্গে। তবে তাঁকে তিনি গাড়িতে তুলে দেন। তারপর নিজে অটো ধরে ফিরে আসেন নিজের বাড়িতে।
অটো চালকের মুখে হাসি ধরছিল না।
এমনিতে মেহবুব স্টুডিও থেকে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট যত দূরে, তাতে ভাড়া হওয়া উচিত মেরে কেটে ৫০ টাকা। কিন্তু সালমানের তো দরাজ হাত। ঝপ করে পকেট থেকে ১০০০ টাকা বার করে দেন তিনি।
সত্যি! ওই সিএনজি চালক কাল কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল!
ঢাকাটাইমস/১৫জুন/এমইউ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

‘কথা দিলাম’ সিনেমার প্রচারে বইমেলায় ঢাকা টাইমস স্টলে চিত্রনায়িকা কেয়াসহ অন্যরা

উপহারের সেই গাড়িকে অ্যাম্বুলেন্স বানাচ্ছেন হিরো আলম

শাকিব খান ও তার মা-বাবাকে প্রশংসায় ভাসালেন অপু বিশ্বাস

গাড়ি উপহার স্কুল শিক্ষকের, নিতে আসার পথে হিরো আলমকে জরিমানা

মামলা তুলে নিয়ে স্বামীর সঙ্গে ফের এক ছাদের নিচে সারিকা

বঙ্গবন্ধুকে নিয়ে লিসার ১০০ গান! মোড়ক উন্মোচনে প্রধানমন্ত্রী

কলকাতা বইমেলায় প্রকাশ হলো ‘মায়ার জঞ্জাল’-এর ট্রেলার

হাত-পা নাড়ছেন অগ্নিদগ্ধ অভিনেত্রী আঁখি, কথাও বলছেন

শাকিব খানের অফিসে দাবা খেলায় মগ্ন ছোট ছেলে শেহজাদ
