ময়মনসিংহে অল্পের জন্য ৩০ শিশুর প্রাণ রক্ষা

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১৮:২৬

ময়মনসিংহে একটি মর্মান্তিক দুর্ঘটনা থেকে বেঁচে গেলো ৩০ জন শিশু। স্কুল ছুটি ঘোষণার কিছুক্ষণ পরেই ধসে পড়েছে ছাদের বিম। ফলে ঘটনাচক্রেই প্রাণ রক্ষা পেলো তাদের।

ঘটনাটি ঘটেছে জেলার ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা সরকারি প্রাইমারি বিদ্যালয়ে। বেলা সোয়া ১১টার দিকে সেখানে শিশু শ্রেণির ক্লাস ছুটি ঘোষণা করার ১৫ মিনিট পরেই হুড়মমুড়িয়ে ভেঙে পড়ে বিমটি।

এই ঘটনায় স্কুলের শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে একই সঙ্গে স্বস্তি এবং ভবিষ্যতে একই ধরনের ঘটনায় পরিণতি নিয়ে উদ্বেগ বিরাজ করছে।

একজন অভিভাবক ঢাকাটাইমসকে বলেন, আর ১৫ মিনিট আগে ঘটনা ঘটলে মিডিয়ার মনযোগের কেন্দ্রে থাকতো এখন ময়মনসিংহ। ঝরে যেতে পারতো বহু প্রাণ। বলতে গেলে ভাগ্যগুণেই বেঁচে গেল ছেলে মেয়েরা। এই রকম একটি ভবনে কীভাবে ক্লাস চলে?

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম স্বীকার করেছেন এই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। ঢাকাটাইমসকে তিনি জানান, ‘আগে থেকেই স্কুল বিল্ডিংটিতে ফাটল ছিল। এদিন বিম ধ্বসে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এই ধরনের একটি ভবনে আপনারা কীভাবে ক্লাস নিচ্ছিলেন-এমন প্রশ্নের জবাবে নীরব থাকেন প্রধান শিক্ষক।

ঢাকাটাইমস/১৯জুলাই/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :