অপহরণের পর হত্যা, অতঃপর মামলা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৭, ১৯:২০

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজ গ্রামের আয়নাল শিকারীর পুত্র আবুল কালাম শিকারীকে অপহরণের পর গলাকেটে হত্যা ঘটনায় মামলা নিয়েছে পুলিশ।

নিহতের ভাই জামাল শিকারী শুক্রবার সন্ধ্যায় এই মামলাটি করেন বলে জানান ওসি সদরপুর হারুন আর রশিদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হন আবুল কালাম শিকারী। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

পরের দিন শুক্রবার পাশের পাটক্ষেতে তার গলাকাটা লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

নিহতের পিতা আবুল কালাম অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে আমার ছেলেকে বৃহস্পতিবার অপহরণ করে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার বিচার দাবি করছি।

এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বিলাল ফকির জানান, ৭ বছর পূর্বে শেখ আমজাদের পুত্র রফিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছিল দেলোয়ার তালুকদার, লুৎফর তালুকদার গংরা। এ মামলাটি এখনও চলমান রয়েছে।

তিনি বলেন, গত ১৮ জুলাই মামলার বাদী শেখ আমজাদ জেলা জজ কোটে স্বাক্ষী দিতে যান। এই মামলায় আসামিদের কঠোর শাস্তি হতে পারে আশংকায় আবুল কালাম শিকারীকে হত্যা করা হয়েছে বাদীকে ফাঁসানোর জন্য।

চেয়ারম্যান আরো বলেন, নিহত আবুল কালামের স্ত্রী আমাকে জানান- বৃহস্পতিবার এলাকার জনৈক আরিফ ফকির, মোস্তফা ফারাজি, শাহীন তালুকদা গংরা তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

সদরপুর থানার ওসি হারুন অর রশিদ জানান, কালাম হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন নিহতের ভাই জামাল শিকারী।

তিনি আরো বলেন, তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :