ঝিনাইদহে নারী কাউন্সিলরের আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ২২:৩৫ | প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৭, ২২:৩৪

ঝিনাইদহ সদর উপজেলার আড়–য়াডাঙ্গা গ্রামে ববি সুলতানা (২৬) নামে এক নারী কাউন্সিলর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

ববি ওই গ্রামের নাছির উদ্দীনের স্ত্রী এবং পোড়াহাটী ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর।

প্রতিবেশীদের ভাষ্যমতে, ববি সুলতানার একাধিক জায়গায় বিয়ে হয়। এ নিয়ে বর্তমান স্বামীর সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকতো।

পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে ববি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ জানান, তিনি ঢাকায় ছিলেন। বাড়ি এসে শোনেন ববি আত্মহত্যা করেছেন। পারিবারিক অশান্তির কারণে ববি আত্মহত্যা করেছেন বলে চেয়ারম্যান জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :