রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মাদারীপুরে বণিক সমিতির প্রতিবাদ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৪

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে বুধবার বেলা ১১টা থেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করেছে মাদারীপুর বণিক সমিতি।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি মিয়ানমারে রোহিঙ্গা মুসলামানদের ওপর যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে দাবি করেন বণিক সমিতির নেতারা। তারা অবিলম্বে মিয়ানমার সরকার ও জাতিসংঘের প্রতি এই হত্যা বন্ধের আহবান জানান।

যদি তারা হত্যাযজ্ঞ বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে বৃহৎ আন্দোলনেরও হুমকি দেয়া হয় মানববন্ধন থেকে।

এসময় বক্তব্য রাখেন- চন্দিবর্দ্দির পীর মাওলানা আলী আহম্মেদ, বণিক সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলাম বেপারী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুষার ভূইয়া, বণিক সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ছারছিনা দরবারের খাগদি খানকা নেছারিয়া ছালেহিয়া কমপ্লেক্সের উপদেষ্টা মো. মাহবুবুর রহমান মিয়া প্রমুখ।

এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্রসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে এক ঘণ্টা বণিক সমিতির সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :