লোডশেডিং বন্ধ না হলে রাজশাহীর বিদ্যুৎ অফিস ঘেরাও

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৮
ফাইল ছবি

রাজশাহী অঞ্চলে বিদ্যুতের নাজুক পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।

রবিবার সকালে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় তারা এ উদ্বেগ প্রকাশ করেন। আগামী এক সপ্তাহের মধ্যে লোডশেডিং সহনীয় পর্যায়ে না আসলে বিদ্যুৎ অফিস ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। বক্তব্য দেন সাধারণ সম্পাদক জামাত খান, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সহ-সভাপতি হারুনার রশিদ, কল্পনা রায়, এন্তাজুল হক বাবু, মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান প্রমুখ।

তারা বলেন, রাজশাহীতে এখন বিদ্যুতের ভয়াবহ পরিস্থিতি চলছে। দিন ও রাতের বেশিরভাগ সময় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। একবার বিদ্যুৎ গেলে দেড় থেকে দুই ঘণ্টা পর সংযোগ দেয়া হচ্ছে। এ অবস্থায় কলকারখানায় উৎপাদন হ্রাস পেয়েছে। সকালে গোসলের পানি মিলছে না। রান্নাবানা কাজ ব্যহত হচ্ছে। সবচেয়ে বিড়ম্বনার মধ্যে পড়ছে শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, এ অবস্থা কয়েকমাস ধরে থাকলেও পরিস্থিতি উন্নয়নে কোনো কার্যকরি পদক্ষেপ নেই। বিদ্যুতের কাঙ্খিত সেবা মিলছে না। বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরও সেবা পাওয়া যাচ্ছে না। যত্রতত্র অবৈধ মিটারেও সংযোগ দেয়া হচ্ছে বিদ্যুৎ। আর সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে ভূতুড়ে বিল। তদারকি না থাকায় বিদ্যুতের এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/আরআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :