রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থী নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০১৭, ১৯:৫৯

রাজবাড়ীর সদর উপজেলা থেকে চরমপন্থী নেতা হাবিব ব্যাপারী ওরফে হাবিকে গ্রেপ্তার করেছে জেলার ডিবি পুলিশ। এসময় অস্ত্র-গুলিও উদ্ধার করা হয়। বুধবার বিকালে সদর উপজেলার চরবাগমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হাবি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার চরপাগলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. ওবাইদুর রহমান জানান, হাবি নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকা বাহিনীর জুলহাস গ্রুপের রাজবাড়ী ও পাবনার পদ্মার চরাঞ্চলের সক্রিয় নেতা। তাকে গ্রেপ্তারের জন্য আমরা বেশ কিছুদিন ধরে ওৎ পেতে ছিলাম। গোপন সংবাদে চরবাগমারা এলাকার নাদেরের ইট ভাটার পেছনে হাবিসহ চরমপন্থী জুলহাস গ্রুপের পাঁচ জন সদস্য গোপন বৈঠক করছে। এ গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাবিকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি আরও জানান, হাবির বিরুদ্ধে একটি হত্যা, একটি ডাকাতি ও একটি চুরি মামলা রয়েছে। এরমধ্যে চুরি মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি।

এ ব্যাপারে তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :