শেরপুরে বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৭, ১৭:১০

শেরপুরের শ্রীবরদীতে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে আছিয়া খাতুন নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

আজ রবিবার দুপুরে উপজেলার বালুঘাট নবীনগর এলাকার ওই গৃহবধূর স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, উপজেলার দাসপাড়া এলাকার ইদ্রিস আলীর মেয়ে আছিয়া খাতুনের সাথে প্রায় ১৪ বছর আগে পার্শ্ববর্তী বালুঘাট নবীনগর এলাকার দেলোয়ার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে যৌতুক নিয়ে দাম্পত্যে কলহ চলছিল। এরই মধ্যে দুই কন্যা সস্তানের মা হন আছিয়া খাতুন। শনিবার তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেলোয়ার হোসেন তাকে বেদম মারপিট করেন। এক পর্যায়ে আছিয়া খাতুন জ্ঞান হারালে তার মুখে বিষ ঢেলে দেন দেলোয়ার হোসেন।

আছিয়ার ছোট ভাই জব্বার আলী জানান, তাকে (আছিয়া খাতুন) ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী হাসপাতালে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে পরবর্তীতে আছিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়। পরে তার স্বামীর বাড়িতে লাশ নিয়ে যাওয়া হয়। পুলিশ খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বলেন, ঘটনাটির তদন্ত কাজ শুরু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত ১, আহত ৬

নগরকান্দায় হিট স্ট্রোকে প্রাণ গেল হোটেল ব্যবসায়ীর

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

এই বিভাগের সব খবর

শিরোনাম :