আজীবন নিষিদ্ধই থাকছেন শ্রীশান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৫:০৩ | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০১৭, ১৩:২৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষষ্ঠ আসরে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় ভারতের ডানহাতি পেসার শ্রীশান্তকে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমাতে বেশ দৌড়ঝাঁপ দেন শ্রীশান্ত। তাতে অবশ্য লাভ হয়নি। আজ ভারতের কেরালা হাইকোর্ট শ্রীশান্তের আজীবন নিষেধাজ্ঞার শাস্তি বহাল রাখল।

আদালতের নির্দেশ শোনার পর এক টু্ইট বার্তায় শ্রীশান্ত লিখেছেন, ‘ আমার বিপক্ষে খুব খারাপ একটা সিদ্ধান্ত। আমার জন্য কী কোনো বিশেষ আইন? আসল অপরাধীদের কী হবে? চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়েলসের কী হবে? অন্য একটি টুইটে তিনি আরও লিখেন, ‘আমি লড়াই চালিয়ে যাব। হাল ছাড়ব না। লোধা রিপোর্টে থাকা বাকি ১৩ অভিযুক্তের কী হবে? কেউ কি তাদের সম্পর্কে জানতে চান না? আমি আমার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। ঈশ্বর মহান।’

উল্লেখ্য, ভারতের হয়ে ২৭টি টেস্টে ৮৭ ও এবং ৫৩টি একদিনের ম্যাচ খেলে ৭৫ উইকেটে নিয়েছেন শ্রীশান্ত। ২০০৭ সালের টি-টোয়েন্টি এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ক্রিকেটার।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :