এষার পর এবার অসিন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০১৭, ১৩:৪৭| আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৪:১০
অ- অ+

খবর ভালোই হোক বা খারাপ, তারা যেন দল বেধে আসে। রবিবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী এষা দেওল। এমন খুশির খবরের দুদিনও পেরোয়নি। এর মধ্যে সামনে এলো আরও এক বলি তারকার মা হওয়ার খবর। তিনি ‘গজনী’ খ্যাত অভিনেত্রী অশিন।

মজার ব্যাপার হচ্ছে, এষার মতো অশিনও কন্যা সন্তানের মা হয়েছেন। মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন খুশির খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগের এ মাধ্যমটিতে অসিন জানান, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ দিনের শুরুতেই আমাদের কোলে এসেছে আমাদের মেয়ে। বিগত নয় মাস ছিল আমাদের কাছে অত্যন্ত স্পেশাল এবং রোমাঞ্চকর। এই দীর্ঘ সময় ধরে আমাদের পাশে থাকার জন্য সকল শুভাকাঙ্খীকে ধন্যবাদ জানাই।’

২০০১ সালে ‘নরেন্দ্রন মাকান জয়কণ্ঠন ভাকা’ নামের একটি মালয়ালম ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অসিনের। এর পর ২০০৮ সালে ‘গজনী’ ছবির মাধ্যমে ঢুকে পড়েন বলিউডের ছবিতে। ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘লন্ডন ড্রিম’, ‘রেডি’, ‘হাউজফুল টু’, ‘বোল বচ্চন’, এবং ‘খিলাড়ি’র মতো ব্লকবাস্টার সব হিন্দী ছবিতে।

২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গজনী’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিষেক অভিনেত্রী হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ জেতেন অসিন। এছাড়া ক্যারিয়ারে আরও দুই বার তিনি জিতেছেন এ পুরস্কার। তবে সবকিছুকে ছাপিয়ে জীবনের সবচেয়ে দামি জিনিসটি তিনি পেয়ে গেছেন। তাঁর সদ্যজাত মেয়ে। বর্তমানে ছোট্ট এ অতিথিকে ঘিরেই দুই পরিবারে চলছে সেলিব্রেশন টাইম।

২০১৫ সালের শেষের দিকে ছয় কোটি টাকার হীরের আংটি দিয়ে অসিনকে বিয়ের প্রস্তাব দেন ভারতের মোবাইল কোম্পানি মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মা। এর পর ২০১৬ এর ২০ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন তারা। দিল্লির দুসিত দেবরানা রিসোর্টে হয় অসিন ও রাহুলের বিয়ের অনুষ্ঠান। আর ২৩ জানুয়ারি মুম্বাইয়ে হয় রিশেপশন। এবার কন্যা সন্তানের মা-বাবা হলেন এ তারকা দম্পতি।

ঢাকাটাইমস/২৫অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বায়ুমান কেমন রাজধানীর?
দেশের সাত অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ‘অনাহারজনিত মৃত্যু’ দাঁড়াল ২৯ জনে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা