মির্জাপুরে শ্রমিকদের উপর হামলা, আহত ৩

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৭, ২০:৩৪

টাঙ্গাইলের মির্জাপুরে নদ থেকে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলায় বাধা দেয়ায় এক ইটভাটার শ্রমিকদের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে তিন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার দুপুরে উপজেলার চিতেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রুবেল মিয়া নামে এক শ্রমিককে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানান, উপজেলার ওই এলাকার বংশাই নদ থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে নিচ্ছে। এতে ব্রিকস্ ২০১০ লি. কারখানা সংলগ্ন নদীর পাড় ভেঙে যাওয়ায় ওই কারখানার শ্রমিকরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে গোড়াই এলাকার বালু দস্যুরা দল বেঁধে কারখানার ভেতরে এসে শ্রমিকদের উপরে হামলা চালায়। এতে তিন শ্রমিক আহত হন। আহত রুবেল নামে এক শ্রমিককে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রিকস্ ২০১০ লি. কারখানার মার্কেটিং ম্যানেজার আরিফুর রহমান জানান, আমাদের কারখানা সংলগ্ন নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর পাড় ভেঙে যাচ্ছে। কারখানার লোকজন এতে বাধা দিলে ড্রেজারের লোকজন কারখানার ভেতরে এসে হামলা চালিয়েছে। বিষয়টি মির্জাপুরের ইউএনওকে অবহিত করা হয়েছে।

মির্জাপুরের ইউএনও ইসরাত সাদমীনের সাথে কথা হলে তিনি বলেন, বালু দস্যুদের হামলার বিষয়টি শুনেছি এবং এ ব্যাপারে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :