আন্দোলনে যাব না এমন তো বলিনি: গয়েশ্বর

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৩ | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৯:৩১

২০১৫ সালে সরকার পতনের আন্দোলনে নেমে খালি হাতে ফেরা বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায় প্রয়োজনে আবার আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিএনপি আন্দালনে যাবে না এমন কোনো কথা কখনও বলা হয়নি।

শুক্রবার বিকালে সুনামগঞ্জে বিএনপির কর্মী সভায় যোগদানের আগে সাংবাদিকদের এ সব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল, খালেদা জিয়ার দুর্নীতির মামলা রায়ের পর্যায়ে চলে আসার প্রেক্ষিতে উদ্বিগ্ন বিএনপি কেন্দ্রীয় নেতাদেরকে তৃণমূলের নেতা-কর্মীদের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন নেতা বিভিন্ন এলাকায় গিয়েছেন, বাকিরাও যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

কেন্দ্রের বিশেষ বার্তা নিয়ে বৃহষ্পতিবার গয়েশ্বর চন্দ্র রায় গিয়েছেন সিলেট অঞ্চলে। আজ তিনি যান সুনামগঞ্জে।

গয়েশ্বর বলেন, ‘বিএনপি কখনোই বলেনি যে আন্দোলনে যাবে না। এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। দাবি আদায় না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যেও পরিষ্কার।’

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘ভোটকেন্দ্রে যাওয়ার আগেই বাক্স ভরে যায়, এ রকম ঘটনাও ঘটেছে। লোক দেখানো নির্বাচনে বিএনপি যাবে না।’

‘নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতার প্রতিফলন ঘটবে’-মন্তব্য করে বিএনপি নেতা বলেন, ‘এই অবৈধ সরকারের অধীনে নির্বাচন কোন ভাবেই সুষ্ঠু হবে না।’

‘আমরা তো বলিনি বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন দিন। বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়।’

পরে সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় হয় কর্মীসভা।

গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও এই সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আফপিয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠানিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সাখাওয়াত হোসেন, বিএনপির সাংগঠানিক সম্পাদক দিলদার হোসেন, জাতীয় কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী মিজান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা নির্বাচন: বিএনপির আরও চার নেতা বহিষ্কার

সরকার লুটেরাদের বাদ দিয়ে গণতন্ত্রকামী জনতাকে ধরছে: সালাম

শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর: রিজভী

শ্রমজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিতে বিএনপি সংকল্পবদ্ধ: ফখরুল 

বকশীগঞ্জে দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে নজরুল ইসলাম

সন্ধ্যায় আ.লীগের কার্যনির্বাহী বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়ে

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :