‘গণতন্ত্রের মা’ না, খালেদা ‘চোরের মা’: হাছান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মার্চ ২০১৮, ২০:১৫ | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ১৬:১২
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ উপাধি দেয়াকে মশকরা বলেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, “খালেদা জিয়াকে ‘মাদার অফ ডেমোক্রেসি’ (গণতন্ত্রের মা) উপাধি না দিয়ে বরং তাকে ‘মাদার অফ টেরর’ (সন্ত্রাসের মা) এবং ‘মাদার অফ থিফ’ (চোরের মা) উপাধি দেওয়া উচিত।”

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ নিয়ে এক আলোচনায় বক্তব্য রাখছিলেন হাছান। এ সময় তিনি শনিবার খুলনায় বিএনপি সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে কথা বলেন।

গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় পাঁচ বছর কারাদণ্ড পাওয়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় ওই সমাবেশ করে বিএনপি। এ সময় তিনি খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ বা ‘গণতন্ত্রের মা’ উপাধি দেন।’

এর জবাবে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, ‘আমাদের দেশে কানা ছেলের নাম রাখেন পদ্মলোচন। তেমনি দুর্নীতিবাজ নেত্রীকে নাম দিল ‘মাদার অফ ডেমোক্রেসি’। আসলে তার নাম ‘মাদার অফ থিফ’ হওয়া উচিত। তার দুই ছেলে দুর্নীতির দায়ে অভিযুক্ত। তাদের দুর্নীতি প্রমাণিত এবং তিনি নিজেও চোর।’

“খালেদা জিয়ার পরিবার রাজনীতিতে যে দুর্গন্ধ-দুর্বৃত্তায়ন ছড়িয়েছে তাতে তাকে ‘মাদার অফ ডেমোক্রেসি’ উপাধি দিয়ে তা রোধ করা সম্ভব নয়।”

১৯৯৬ সালে জাতীয় নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে হাছান বলেন, ‘খালেদার গণতন্ত্রের নমুনা হচ্ছে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বিরোধী দলের নেতা বানিয়েছিলেন।’

‘২০১৩, ১৪ ও ১৫ সালে রাজনীতির নামে তিনি মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। এ কারণে ইতিমধ্যে বিভিন্ন গণমধ্যম খালেদা জিয়াকে ‘মাদার অফ টেরর’ উপাধি দিয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মাদার অফ হিউম্যানিটি’ উপাধি সম্পর্কে হাছান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের দলের কেউ উপাধি দেয়নি। বিশ্ব গণমাধ্যম ও জাতিসংঘ আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন উপাধি দিয়েছে।’

আয়োজক সংগঠনের কার্যকরী সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের কার্যকারী সভাপতি সাধনা দাসগুপ্ত, সংগঠনের সভাপতি জিন্নাত আলী জিন্নাহ প্রমুখ বক্তব্য দেন।

ঢাকাটাইমস/১১মার্চ/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নির্বাচন থেকে সরে দাঁড়ালে দল বিবেচনা করবে: রিজভী

হাসপাতালে বিএনপি নেতা সাবুকে দেখতে গেলেন মির্জা ফখরুল

ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও তারেক-বিএনপি জপতে থাকেন: সালাম

উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ‘ডেথ ভ্যালি’: রিজভী

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র গেলেন আমীর খসরু

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আব্দুস সামাদের সমাধিতে আ.লীগের  শ্রদ্ধা

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :