জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন

‌নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৯:০১ | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৮, ১৮:৪২

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছ‌রের কারাদণ্ড পাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন তার আইনজীবীরা। আগামী রবিবার শুনা‌নির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার‌্য করেন বলে সাংবাদিকদের জানান সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইউসুফ মাহমুদ মোরসেদ।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ মাহমুদ বলেন, ‘আগামী রবিবার এ আবেদনের ওপর শুনানি হবে বলে কোর্ট আমাদের জানিয়েছেন।’

খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল সাংবা‌দিক‌দের জানান, হাইকোর্ট এ মামলায় বেগম জিয়াকে চার মাসের জামিন দিয়েছিল, যার মেয়াদ শেষ হবে আগামী ১২ জুলাই। এ নিয়ে আদালতে মৌখিক আবেদন জানিয়েছি। আদালত শুনানির জন্য র‌বিবার দিন নির্ধারণ করেন।’

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে গত ১২ মার্চ চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল বিভাগে আবেদন করলেও হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকে। কিন্তু অন্যান্য মামলায় জামিন না পাওয়ায় কারামুক্তি পাননি খালেদা জিয়া।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশিবাজারে স্থাপিত বিশেষ জেলা জজ আদালত। সেদিন থেকেই তিনি পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

(ঢাকাটাইমস/৫জুলাই/এমএবি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :