তামিমের সঙ্গে ওপেনিংয়ে বিজয়, একাদশে গেইল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৯:৩৪ | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১৯:৩১

তামিমের সঙ্গে ওপেনিংয়ে এনামুল হক বিজয়। গত জানুয়ারিতে ঢাকাতে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন বিজয়।কিন্তু ব্যাটে রান পাননি তেমন। তবে সৌম্য সরকারের বাজে ফর্মের কারণে আবারও সুযোগ পেলেন এ ওপেনার।

তিন পেসার নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মানে মাশরাফির সঙ্গে মুস্তাফিজ ও রুবেল হোসেন। একাদশে আছের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। আছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

ওদিকে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজ একাদশে ফিরেছেন মারকুটে ওপেনার ক্রিস গেইল ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

গায়ানাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে টাইগাররা।

টানা পরাজয়ের হতাশার পর স্বস্তির খবর দীর্ঘ পাঁচ মাস পরে দলে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। অধিনায়কের ফেরার পাশাপাশি আত্মবিশ্বাস যোগাতে পারে প্রস্তুতি ম্যাচে টাইগারদের পারফরম্যান্স। টেস্ট ভরাডুবির পর রানে ফিরেছেন লিটন-মুশফিকরা। টেস্টে নিষ্প্রভ থাকা পেসার রুবেল নিয়েছিলেন তিন উইকেট। মাত্র ১৪ রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন মোসাদ্দেকও। এদের ফর্মে ফেরার আভাস হয়তো উজ্জীবিত করতে পারে পুরো দলকে। তারপরও পরাজয়ের বৃত্ত থেকে দলকে বের করে আনাই অধিনায়ক মাশরাফির বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ একাদশ

মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ- জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেট কিপার), শিমরন হেটমেয়ার, রবম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিষু, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, ও আলজারি জোসেফ।

(ঢাকাটাইমস/২২জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :