সাকিব চান দ্রুত অস্ত্রোপচার, পাপন চান এশিয়া কাপের পর

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৯:৫৮ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৮, ১৮:৩০

১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এশিয়া কাপ।আঙ্গুলে অস্ত্রোপচার করালে এই টুর্নামেন্টে খেলা অনিশ্চিত হয়ে পড়বে সাকিবের। কারণ এখন অস্ত্রোপচার করা হলে তাকে প্রায় ২ মাস মাঠের বাইরে থাকতে হবে। তাই এশিয়া কাপের পর অর্থ্যাৎ অক্টোবরে সাকিব অস্ত্রোপচার করুক, এমনটাই চাইছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন,‘ সাকিব আমাকে ফোন করেছিল। বলেছিল,হাতে অপারেশন করাতে হবে। হেড কোচও ওখান থেকে ফোন করেছিল। কারণ যে শক্তি ওর দরকার, সেটা পাচ্ছে না ব্যাটিংয়ে। ইনজেকশন নিয়ে খেলছে। কিন্তু অপারেশন হলে অন্তত ছয় সপ্তাহের বিরতি দরকার। এত লম্বা বিরতি পাওয়াটা কঠিন। প্রথম চেষ্টা করা হচ্ছে যদি কোনো খেলার মাঝখানে ওকে বিরতিটা দেওয়া যায়। আর তা না হল একটা সিরিজ বাদ দিতে হবে। কিন্তু ওকে ছাড়া খেলা আমরা চিন্তাই করতে পারছি না। এশিয়া কাপের আগেও হতে পারে, পরেও হতে পারে। জিম্বাবুয়ে সিরিজের সময় হতে পারে। কোচের সঙ্গে যে কথা হয়েছে, ও বলেছে এশিয়া কাপের কথাই। আমি বলেছি, এশিয়া কাপের চেয়ে ভালো হয় আমরা জিম্বাবুয়ে সিরিজের সময় করি। নতুন কিছু ক্রিকেটারও দেখতে পরব আমরা। ওটাতে আমার মনে হয় ভালো হবে। এশিয়া কাপ এমনিতেই এবার কঠিন হবে। তার ওপর সাকিবের মতো একজন ক্রিকেটার না খেললে দলের মানসিক অবস্থা আরও দুর্বল হয়ে যেতে পারে। তারপরও আরও কথা হবে। আজ-কালকের মধ্যে সাকিবের সঙ্গে কথা বলব। আমার মনে হয়, অন্য সময় করাটাই ভালো হবে।’

তবে দ্রুত অস্ত্রোপচার করাতে চাইছেন সাকিব। তিনি বলেন,‘ আমার সার্জারি করা লাগবেই। এখন সেটি নিয়েই আলোচনা হচ্ছে। কোথায় করলে ভালো হবে, কখন করলে সুবিধা হয় তা ভাবা হচ্ছে। কিন্তু আমি মনে করি, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা ভালো।’

দীর্ঘ দিন ধরে আঙুলের ব্যথায় ভুগছেন টেস্ট ও টি-টায়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্রথা ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলতে হয়েছে সাকিববে।

(ঢাকাটাইমস/৯জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :