উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৮:১৭ | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৮, ১৭:৪৭

উন্নত দেশ গড়তে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিষ্ট লক্ষ্য বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা. বাঙালিকে উন্নত জাতিতে রূপান্তরিত করা। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখুন।’

রবিবার সকালে ফরিদপুরের বদরপুরে আফছানা মঞ্জিলে দুস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্তা চুক্তিবদ্ধ মহিলা কর্মীদের মধ্যে অর্থ বিতরণকালে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প ও রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-২ এর আওতায় এই অর্থ বিতরণ করা হয়।

এলজিইডি-ডানিডা আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। লক্ষ্য অর্জিত হলে দেশে দরিদ্র জনগোষ্ঠী থাকবে না। সকলেরই উপার্জনের সুযোগ থাকবে, কিছু না কিছু করবে, মাথা গোজার ঠাঁই হবে।’

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, ‘২০১৮ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট দেয়ার সিদ্ধান্তে ভুল করলে যে অন্ধকারে ছিলাম সেখানেই পর্যবসিত হব। আর সঠিক জায়গায় ভোট দিতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ রেখে যেতে পারব। প্রধানমন্ত্রীর ভীষণ ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হবার জন্য আপনাদের জনগণের সহযোগিতা একান্ত কাম্য।’

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, এলজিইডির বৃহত্তর ফরিদপুরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সালাম মন্ডল, কোতয়ালি আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা।

সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য দেন আরসিএসের চায়রা বেগম ও ক্রিপের কাকলী বেগম।

পরে মন্ত্রী ৫২৬ জন নারীর হাতে ৭৭ লাখ টাকার চেক তুলে দেন। এছাড়া সমবায় অধিদপ্তরের ‘উন্নত জাতের গাভী পালনে সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়ন’ প্রকল্পে ৫০ জন নারীর প্রত্যেককে এক লাখ ২০ হাজার টাকা করে গাভী ঋণের টাকা তুলে দেন।

ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নির্বাচন থেকে সরে দাঁড়ালে দল বিবেচনা করবে: রিজভী

হাসপাতালে বিএনপি নেতা সাবুকে দেখতে গেলেন মির্জা ফখরুল

ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও তারেক-বিএনপি জপতে থাকেন: সালাম

উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ‘ডেথ ভ্যালি’: রিজভী

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র গেলেন আমীর খসরু

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আব্দুস সামাদের সমাধিতে আ.লীগের  শ্রদ্ধা

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :