ইতালিতে বাংলাদেশ বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংঘ দান

কমরেড খোন্দকার, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৮, ২১:০১

প্রতি বছরের মতো এ বছরও ইতালিতে বাংলাদেশ বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিলানের উদ্যোগে অষ্ট পরিষ্কারসহ সংঘ দান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মিলানে তাপসের রেস্টুরেন্টে স্থানীয় সময় সকালে অনুষ্ঠান শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত।

আয়োজকেরা অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনটিকে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

ইতালি, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, পর্তুগাল এবং মিলান শহরের আশপাশের বসবাসকারী বাংলাদেশি ও শ্রীলঙ্কার প্রবাসী বৌদ্ধরা সংঘ দান অনুষ্ঠানে অংশ নেন।

প্রসঙ্গত, বাংলাদেশে গরিব, দুস্থ ও এতিমদের সার্বিকভাবে সহযোগিতার অঙ্গীকার নিয়ে ছয় বছর ধরে যাত্রা শুরুর পর থেকেই নিভৃতে বাংলাদেশের বৌদ্ধ সমাজের সার্বিক সহযোগিতার কাজ করে যাচ্ছে বাংলাদেশ বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিলান।

সবশেষে মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়।

(ঢাকাটাইমস/১২আগস্ট/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :