শিরোপা ধরে রাখতে সন্ধ্যায় নামছে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৮, ০৯:৪০| আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ০৯:৪৭
অ- অ+

বছর ঘুরে আবারও চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরার জন্য মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। গেলবারের ন্যায় এবারও মারিয়া-তহুরাদের শেষ বাধা প্রতিবেশি ভারত। শনিবার ভুটানের থিম্পু চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। ওই আসরের ফাইনাল ম্যাচে ভারতেক ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। যার কারণে স্বাভাবিক ভাবেই ভারতের চেয়ে অনেক এগিয়ে লাল-সবুজরা।

তাছাড়া সম্প্রতি মেয়েদের দুর্দান্ত ম্যাচগুলো ছিলো চোখে পড়ার মত।ম্যাচ বাই ম্যাচ কিশোরীদের নৈপূন্য তাদের আত্মবিশ্বাসকে আরো দ্বিগুন করে দিয়েছে। ভারতকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বারের মত দক্ষিণ এশিয়ার সেরা হবে বাংলার মেয়েরা।

সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের শুরুটা নবাগত পাকিস্তানকে দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে ১৪-০ গোলের ব্যবধানে হারায় মারিয়া মান্ডার দল। দ্বিতীয় জয়টা নেপালকে ৩-০ গোলে হারিয়ে আর শেষটা গত একদিন আগে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে। পুরো টুর্নামেন্টে এখনো এক গোলও হজম করতে হয়নি বাংলাদেশের।

অপরদিকে ভারত গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও ভুটানকে হারিয়ে এবং সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায়।

সবকিছু মিলিয়ে ভারত থেকে অনেকগুন এগিয়ে বাংলাদেশ। যার কারণে একটু মনোযোগ ধরে রাখলেই আবারও বাংলার মেয়েদের মাথায়ই উঠতে যাচ্চে চ্যাস্পিয়নের মুকুট। আর সেই বিজয় ‍মুহূর্ত দেখার জন্য অপেক্ষা করছে বাংলাদেশের ক্রীড়া প্রেমীরা।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এইচএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা