চট্টগ্রামে জরুরি অবতরণে ইউএস বাংলার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৬ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪২

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইট। বুধবার আনুমানিক দুপুর ১ টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ কারণে শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকায় বিমান ওঠানামাও বন্ধ রয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, বোয়িং সেভেন থ্রি সেভেন-এইট হান্ড্রেড এস টু-এজেএ ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কক্সবাজার বিমানবন্দরে নামতে না পেরে বিমানটি চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় বিমানটি মুখ থুবড়ে পড়ে।

জরুরি অবতণের সময় বিমানটিতে ৭ ক্রুসহ ১৭১ জন আরোহী ছিলেন। ঘটনার পর থেকে শাহ আমানতের রানওয়ে বন্ধ আছে। দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিমান কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুকি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন এয়ার ট্রাফিক অফিসার জানান, ইউএস বাংলার বিমানটির সামনের নোজ হুইল কাজ না করায় বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করে।

এদিকে ফ্লাইটটি জরুরি অবতরণের ব্যাপারে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের বক্তব্য ঢাকাটাইমস তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।

এর আগে চলতি বছরের মার্চে নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২১১ বিধ্বস্ত হয়। সেই দুর্ঘটনায় ৫১ জনের প্রাণহানি ঘটে।

২০১৪ সালে ১৭ জুলাই দ্রুতগতি সম্পন্ন দু’টি ড্যাশ৮-কিউ ফোর হান্ড্রেড এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমেইউএস-বাংলা যাত্রা শুরু করে।

বেসরকারি বিমান সংস্থাটি সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা ও কলকাতাসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে এবং ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে অভ্যন্তরীন রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ঝড়ের আশঙ্কায় সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন পর্যবেক্ষণে ইসির মনিটরিং টিম

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে: এডিবির আবাসিক প্রধান

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন শিক্ষামন্ত্রী

উপজেলা নির্বাচনে প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সশস্ত্র সদস্য থাকবে: স্বরাষ্ট্রসচিব

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজন মানসম্মত তথ্য ও সমন্বিত উদ্যোগ

তীব্র গরমে ট্রেনযাত্রীদের শরবত দিলো রেলওয়ে

​​​​​​​দলীয় ও সরকারপ্রধানের নির্দেশনা অমান্য করায় বিস্মিত ইসি আহসান হাবিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :