বাংলাদেশের কাছে হারায় পাকিস্তানের সমর্থকদের ভাঙচুর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৫ | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৮

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে গতকাল (বুধবার) পাকিস্তানকে ৩৭ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আর বিদায় নিয়েছে পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তান হেরে যাওয়ায় পাকিস্তানের সমর্থকরা ক্ষোভে ভাঙচুর করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তান হেরে যাওয়ায় কিছু সমর্থক টেলিভিশন ও চেয়ার ভাঙছেন। আবার কেউ পাকিস্তান দলকে গালমন্দ করছেন।

ওয়ানডেতে গতকাল পাকিস্তানের বিপক্ষে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

বুধবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৩৯ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ। পরে পাকিস্তান ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২০২ রান সংগ্রহ করে। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশের কাছে হারার পর পাকিস্তানের সমর্থকদের ভাঙচুরের ভিডিও:

সূত্র: ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত।

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :