রংপুরে বাস খাদে, নিহত দুই

ব্যুরো প্রধান, রংপুর
| আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১০:২১ | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০১৮, ১০:০৩

রংপুর-ঢাকা মহাসড়কে দুই বাসের প্রতিযেগিতায় একটি বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। জেলার পীরগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। বুধবার সকালে উপজেলার খেজমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তির বাড়ি কুড়িগ্রাম জেলায়। তাদের নাম খয়বর আলী ও সুকুমার রায়। হতাহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বরস চন্দ্র বলেন, লালমনিরহাট থেকে ঢাকাগামী টিআর ট্রাভেলস নামের একটি বাসকে প্রতিযোগিতামূলকভাবে ওভারটেক করতে যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী ইউনাইটেড এক্সপ্রেস নামের আরেকটি বাস। এ সময় ইউনাইটেড এক্সপ্রেসের বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হয়েছেন বাসের ২৫ যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/আরআইআর/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :