ভেজাল খাদ্যকে না বলল পাবনার শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৮, ২১:২৩

ভেজাল খাদ্যকে না বলল পাবনার শিক্ষার্থীরা। ‘ভোক্তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধে’ শপথ নিল পাবনার ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী। শনিবার বেলা ১১টায় তারা এ নেয়। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এই শপথ পাঠ করান।

পাবনার ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে এবং ক্যাবের সাধারণ সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারাভিযানের অংশ হিসেবে মাসব্যাপী এই কর্মসূচি নেয় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখা।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/কেবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :