রাবিতে নারীর প্রতি প্রতিহিংসা প্রতিরোধে ক্যাম্পেইন

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:১৬
অ- অ+

‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নারী প্রতিহিংসা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বিশ্বব্যাপী ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর পর্যন্ত চলা ক্যাম্পেইনের অংশ হিসেবে রবিবার বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা রাবির স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড লিংকআপ’র জেন্ডার ইকুয়ালিটি টিম এ কর্মসূচির আয়োজন করে।

ক্যাম্পেইনে সংগঠনটির অন্যান্য টিমের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত ছাত্রী অংশ নেন। এ সময় তাদের হাতে ‘রেসপেক্ট উইমেন ইন পাবলিক, রেসপেক্ট উইমেন অ্যাট হোম, ভায়োলেন্স অ্যাগেইন্স্ট উইমেন অ্যান্ড গার্লস, উইমেন শুড রেসপেক্ট উইমেন, হ্যাশট্যাগ মি টু, হ্যাশট্যাগ হিয়ার মি টু’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

নারীর প্রতি কীভাবে প্রতিহিংসা রোধ করা যায় সে সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পেইনে মতামত দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘মেয়েরা পরিবার থেকে শুরু করে সব জায়গায় প্রায়ই প্রতিহিংসার শিকার হচ্ছেন। এ সমস্যা দীর্ঘদিনের হলেও এর কোনো প্রতিকার সম্ভব হচ্ছে না। তাই এখন সময় প্রতিরোধের। এজন্য নারীদেরকেই এগিয়ে আসতে হবে। আইনকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘নারীর অধিকার ও নিরাপত্তা রক্ষায় সরকার কার্যকরী ভূমিকা পালন করছে। তবুও এখনো নারীর প্রতি সহিংসতা সম্পূর্ণভাবে রোধ করা যায়নি। এজন্য তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একে প্রতিহত করতে হবে।’

টিমের সমন্বয়কারী নিশাত খন্দকারের সঞ্চালনায় ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড লিংকআপের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম বিল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফিরোজ হোসেন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের সাজেদুর রহমান, নৃ-বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের মেহেবুবা ইয়াসমিন ইপি প্রমুখ।

ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/প্রতিনিধি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা