পুলিশের সঙ্গে টুইটযুদ্ধে সোনম

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৬:০৪
অ- অ+

দক্ষিণী অভিনেতা দুলকার সালমানের সঙ্গে বর্তমানে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবির শুটিং করছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি নতুন এ জুটির শুটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যায়, মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছেন দুলকার। ভিডিওটি সম্পূর্ণ দেখলে সবাই অন্তত এটাই মনে করবেন।

কিন্তু পরে দেখা যায়, নায়ক আদৌ গাড়ি চালাচ্ছিলেন না। গাড়িটি একটি লোডেড ট্রাকের পেছনে দড়ি দিয়ে বাধা ছিল। ট্রাকটি গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু ভিডিওর পুরোটা না দেখে টুইট করে বসে মুম্বাই পুলিশ। তারা মন্তব্য করে, ‘গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা আইন বিরুদ্ধ।’

তাতেই ক্ষেপে যান দক্ষিণী নায়ক দুলকারের নায়িকা সোনম। পাল্টা টুইট করে তিনি লিখেন, ‘পুরো বিষয়টা জেনে তারপর টুইট করুন। দোষ দেওয়ার আগে জেনে নিন যে, আমাদের গাড়িটি একটি ট্রাকের সঙ্গে আটকানো ছিল। সেই ট্রাকের সাহায্যেই আমাদের গাড়িটি চলছিল।’

অভিনেত্রী আরও লিখেন, ‘পুলিশ যদি এই তৎপরতা সাধারণ মানুষদের জন্য দেখায় তাহলে ভালো হয়।’ এতেই বাড়তে থাকে সোনম পুলিশের তর্ক। রীতিমত কাদা ছেটাতে থাকেন তারা একে অপরের দিকে। পুলিশ সোনমকে বুঝিয়ে দেয়, তিনিও সাধারণ মানুষ। কেউ সেলিব্রেটি বলে বেশি প্রাধান্য পাবে না। পুলিশ তাদের কাজ ঠিকই বোঝে।’

এভাবে কথা বাড়তে থাকলে সোনম আরো একটি টুইট করেন। লেখেন, ‘কেউ যেন এসবে রং না ছেটায়।’ তাতে উল্টো নেটিজেনের কাছে ট্রোলড হন সোনম। এই বিতর্কের জন্য তাকেই সবাই দায়ী করেন।তারা বলেন, সোনম যদি সাধারণ মানুষ এবং সেলিব্রেটির মধ্যে তফাৎ না করে টুইট করতেন, তাহলে এত কথা বাড়ত না।

ঢাকা টাইমস/১৫ ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বনানীতে পথশিশু ধর্ষণ 
তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরই: উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা