হাতীবান্ধায় বিএনপির ৭৯ নেতাকর্মী আটক

আঞ্চলিক প্রতিবেদক (লালমনিরহাট)
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৯

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির নির্বাচনী সভা থেকে ৭৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ও বিজিবি। মঙ্গলবার দুপরে তাদের উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকা থেকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, লালমনিরহাট-১ আসনে বিএনপির প্রার্থী হাসান রাজীব প্রধান জাওরানী এলাকার আমিন হোসেনের বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী সভা করছিলেন। এ সময় পুলিশ ও বিজিবির একটি দল সভা থেকে ৭৯ জনকে আটক করে হাতীবান্ধা থানায় নিয়ে যায়।

এ বিষয়ে হাসান রাজীব প্রধান অভিযোগ করেন, ‘কোনো কারণ ছাড়াই পুলিশ ও বিজিবি আমাদের নেতাকর্মীদের আটক করেছে।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, ‘গোপন বৈঠকের সময় ৭৯ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঢাকা টাইমস/২৫ ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :