কুষ্টিয়ায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া প্রতিবেদক
| আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৪:৩৫ | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০১৯, ১০:১০

কুষ্টিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মইনুদ্দিন নামে একজন নিহত হয়েছেন। রবিবার ভোরে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুরে এই ঘটনা ঘটে।

সংঘর্ষের এই ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের ইসলামী বিশ্ববিদ্যালয় হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং আলী হায়দার স্বপন চেয়ারম্যানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা। তারই জেরে রবিবার ভোরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে মইনুদ্দিন নিহত হন। এছাড়া গোলাম মোস্তফার লোকজন স্বপন চেয়ারম্যানের লোকদের কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার জহির উদ্দিন জানান, ‘ভোরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং ১২ জনকে আটক করা হয়েছে।’

ঢাকা টাইমস/০৬ জানুয়ারি/প্রতিবেদক/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :