টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী

সায়রা সামসিয়া, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০১৯, ১১:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের দুইদিনব্যাপী সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারি সকাল ১০টায় ডিপার্টমেন্ট থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাস ঘুরে টিএসসিতে এসে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এরপর টিএসসি অডিটরিয়ামে শুরু হয় মূল অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারপার্সন রিফফাত ফেরদৌস। এসময় বক্তব্য দেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিভাগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আয়োজনের জন্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে ধন্যবাদ দেন এবং নবীন ও পুরনো শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

বিভাগটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এই বিভাগ ক্রমেই সম্প্রসারণ হচ্ছে। শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে বিভাগটির জন্ম হয়। শিক্ষার্থীরা এই বিভাগের সঙ্গে সম্পৃক্ত থেকে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।’

অনুষ্ঠানে বিভাগের সম্মান শ্রেণির ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ৫ম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় জানানো হয় ক্রেস্টের মাধ্যমে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত ফেরদৌস আহমেদ। তিনি ফুল দিয়ে নতুন দের স্বাগত জানান। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীকে রড দিয়ে পেটালেন দুই সহকর্মী

গবেষণায় জালিয়াতি ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’: থমকে আছে ঢাবি অধ্যাপকের বিচার

কালচারাল র‍্যাগিংয়ের শাস্তি চান রাজনীতির পক্ষে শিক্ষার্থীরা

এবার কুবির আরেক হাউজ টিউটরের পদত্যাগ

ঢাবির সিনেট সদস্য হিসেবে পাঁচ সংসদ সদস্যকে মনোনয়ন

স্থগিত পরীক্ষার বিষয়ে সিআরদের সঙ্গে বসবেন বুয়েট ভিসি

ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাকাসহ ৫ বিভাগের ২৭ জেলায় মঙ্গলবার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ঢাকা ও চট্টগ্রামের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :