‘বিএনপি ভাঙার কিছু নেই, নিজেরাই ভেঙে পড়ছে’

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০১৯, ১৬:১৬
অ- অ+

সরকার বিএনপিকে ভাঙতে চাচ্ছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বলেছেন, ‘বিএনপিকে ভাঙার কিছু নেই। তারা নিজেরাই ভেঙে পড়েছে। কখনও ড. কামাল হোসেন, কখনও লন্ডন থেকে তারেক রহমান, আবার জেল থেকে কখনও খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছেন। তাদের প্রকৃত নেতা কে সেটাই বোঝা দুষ্কর হয়ে পড়েছে।’

শুক্রবার সকালে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মনোনয়ন বাণিজ্য ও সিদ্ধান্তহীনতার কারণে নির্বাচনে বিএনপির ব্যাপক ভরাডুবি হয়েছে। জনগণ আর জ্বালাও-পোড়াওকারীদের পছন্দ করে না। তাই তারা বিভিন্ন সময়ে নানা কথা বলছেন।’

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জেলা মেহেরপুরের উন্নয়নে কাজ করে যাওয়ার ঘোষণা দেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রেললাইন ও মুজিবনগরে ৫০০ কোটি টাকা ব্যয়ে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানান।

এসময় জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জলবায়ু উদ্বাস্তু ৮ হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা