টিফিনের পরই বন্ধ স্কুল!

সিরাজগঞ্জ প্রতিবেদক
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৪
অ- অ+

টিফিনের পরপরই ছুটি হয়ে যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চর সাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের ছুটি দিলেও বিদ্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে বসে থাকেন দপ্তরি।

শনিবার দুপুর আড়াইটার দিকে গেলে বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির ছাত্র সজীব, চতুর্থ শ্রেণির ছাত্রী সোনিয়াসহ অনেকেই বলে, দুপুরের পরই স্কুল ছুটি দেওয়া হয়। শিক্ষকরাও নিয়মিত আসেন না।

অভিভাবকদের অভিযোগ, ৪৫ বছর আগে স্থাপিত বিদ্যালয়টির এক সময় সুনাম ছিল। কিন্তু বর্তমান শিক্ষকরা নিয়মিত আসেন না। ছুটি দেওয়ার কোনো টাইম টেবিল নাই। স্কুলের সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের বেধড়ক পেটান। ভয়েই অনেক ছাত্র স্কুলে আসে না।

অনুপস্থিত প্রধান শিক্ষক শেখর কুমার মোবাইল ফোনে বলেন, ‘আমি হোম ভিজিটে রয়েছি। তিনজন সহকারী শিক্ষকের মধ্যে একজন ডেপুটেশনে ও একজন ছুটিতে রয়েছেন। শিক্ষক এস এম শাহীন আলমের বিদ্যালয়ে থাকার কথা।’

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ১২টার পর স্কুল ছুটি দিয়ে শিক্ষক এস এম শাহীন শহরের কোবদাসপাড়া এলাকার নিজ বাড়িতে চলে যান।

পরে স্কুলে সাংবাদিক আসার খবর পেয়ে প্রধান শিক্ষক শেখর কুমার, সহকারী শিক্ষক এস এম শাহীন দ্রুত বিদ্যালয়ে চলে আসেন। এ সময় তারা দপ্তরী আব্দুল মমিনকে দিয়ে শিশু শিক্ষার্থীদের এক এক করে ডেকে নিয়ে আসেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এরশাদের স্মরণসভায় ঐক্যবদ্ধ জাপার ঘোষণা পাঁচ অংশের শীর্ষ নেতাদের
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: মোস্তফা জামান 
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু 
ভোটার হতে আবেদন করেছেন ৪৭৭১৩ প্রবাসী: এনআইডি ডিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা