বাস উল্টে ভালুকায় অর্ধ শতাধিক শ্রমিক আহত

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৫

ময়মনসিংহের ভালুকায় বাস উল্টে অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরবাড়ি লাবিব টেক্সটাইল ফ্যাক্টরির এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার কাশর এলাকায় অবস্থিত টিএম টেক্সটাইল মিলের শ্রমিক বহনকারী বাসটি ভালুকা থেকে ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি লাবিব টেক্সটাইল ফ্যাক্টরির সামনে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারায়। ফলে বাসটি উপর উল্টে যায়। এ সময় অর্ধ শতাধিক শ্রমিক আহত হন। আহতদের মাঝে ৩৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :