প্রচারে আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

সোমবার সকালে সিটি করপোরেশনে সংযুক্ত ৪৫নং ওয়ার্ড থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি। এদিন তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে যান।

প্রচারকালে আতিকুল ইসলাম বলেন, নির্বাচিত হলে উত্তরখানের উন্নয়নে তিনি কাজ করবেন। এজন্য সেবা সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করার আশ্বাস দেন।

উত্তরখানের পর রাজধানীর মিরপুর ও কয়েকটি এলাকায় গণসংযোগ করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী। এ সময় তার সঙ্গে কাউন্সিলর প্রার্থীরাও ভোট চান।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া এই সিটি করপোরেশনে ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। বিএনপিসহ তাদের জোটের অন্তর্ভুক্ত দলগুলো এই নির্বাচন বর্জন করায় এই ভোটের আমেজ অনেকটা পানসে হয়ে যায়। তবে জাতীয় পার্টির প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিন ঢাকার দুই সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোতেও কাউন্সিলর পদে নির্বাচন হবে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :