মুক্তাগাছায় চার ক্লিনিককে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৫
অ- অ+

ময়মনসিংহের মুক্তাগাছায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় চারটি ক্লিনিক ও একটি ফার্মেসিকে মোট তিন লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার।

এসময় অভিযানের খবর পেয়ে শহরের তালুকদার ক্লিনিক ও মেডিকেয়ার ডায়াগনোস্টিকসহ কয়েক প্রতিষ্ঠান তালা লাগিয়ে পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সুবর্ণা সরকার জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে শহরের সততা ক্লিনিক কর্তৃপক্ষকে ১ লাখ টাকা, রোগ নির্ণয় ডায়াগনোস্টিককে ৫০ হাজার টাকা, আল-আমীন ডায়াগনোস্টিক সেন্টারকে ১ লাখ টাকা, আল-খিদমাহ ডায়াগনোস্টিক সেন্টারকে ১ লাখ ও আলী মেডিসিন হলকে মেয়াধোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫ হাজার টাকা জমিমানা করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা ডা. মীর আনোয়ার হোসেন ও এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিল।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন
ইমন-হৃদয়ের অর্ধশতকে লড়াকু পুঁজি বাংলাদেশের
মালয়েশিয়ার অভিযোগে জঙ্গি সন্দেহে ঢাকায় গ্রেপ্তার তিনজন কারাগারে
পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদের সমতুল্য: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা