দেশে ফিরেছেন মাশরাফিরা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৮
অ- অ+

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন আর ডানহাতি পেসার শফিউল ইসলামকে নিয়ে দেশে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। বৃহস্পতিবার রাত ১১.৪০ মিনিটে ঢাকায় পা রাখেন তারা।

আজ দেশের পথে রওনা হবেন সাব্বির রহমান ও রুবেল হোসেন। বাংলাদেশ সময় দুপুর ১২টায় নিউজিল্যান্ড ত্যাগ করবেন তারা।

খুব বাজে এক ওয়ানডে সিরিজ দিয়ে নতুন বছর শুরু করলেন মাশরাফি। বল হাতে তিনি নিজেও ছিলেন নীরব। তিন ম্যাচে সাকুল্যে একটি উইকেট পেয়েছেন ডানহাতি এ পেসার। টিম কম্বিনেশনের জন্য অপর পেসার শফিউল ইসলাম খেলার সুযাগ পাননি। অলরাউন্ডার সাইফউদ্দিন তিনটি ম্যাচই ছিলেন। ব্যাট হাতে করেছেন ৯৫ রান। সর্বোচ্চ ৪৪। তবে বল হাতে মোটেও সুবিধা করতে পারেননি সাইফ। ১৩৫ রান খরচায় নিয়েছেন মাত্র একটি উইকেট।

তবে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সিরিজটা ভালো কেটেছে সাব্বির রহমানের। তৃতীয় ওয়ানডেতে পেয়েছেন অভিষেক সেঞ্চুরি। ১০২ রানের অনবদ্য ইনিংসের সুবাদে সাব্বির হয়েছেন সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান। তিন ম্যাচে ৫২.৬৬ গড়ে ১৫৮ রান তার।

(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/এইচএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা