কাউসারের ব্যাংকার হওয়ার স্বপ্ন পুড়ল চকবাজারের আগুনে

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৪

ঢাকার চকবাজারের আগুনে নিহত কুমিল্লার হোমনার কাউসার আলমের বাড়িতে মাতম থামছে না। কাউসারের স্বপ্ন ছিল ব্যাংকার হওয়ার। তার সঙ্গে তার স্বপ্নও পুড়ে ছাই হয়ে গেছে।

কাউসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

শুক্রবার সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী কাউসারের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান।

বৃহস্পতিবার রাতে কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামে তার নিজ বাড়িতে দাফন করা হয় কাউসার আলমকে। তার মৃত্যুতে বাবা-মা, স্ত্রী, সন্তান, ভাই-বোন ভেঙে পড়েছেন।

কাউসার কোরআনে হাফেজও ছিলেন। পড়াশোনার পাশাপাশি চকবাজারে আল মদিনা মেডিকেল, ডেন্টাল ইউনিট এবং একটি ওষুধের ফর্মেসি চালাতেন। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। কাউসার পুরান ঢাকায় সপরিবারের থাকতেন। আবদুল্লাহ নামে তার একটি ছেলে এবং নুসাইবা নামে একটি মেয়ে রয়েছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :