ওয়েলিংটনেও কিউইদের মন্ত্র শর্ট বল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৯, ১৯:০৯

হ্যামিল্টন টেস্টে বোল্ট-ওয়াগনারদের বাউন্সার গতিতে প্রথম ইনিংসে ডুবেছে বাংলাদেশ। যার পরিনাম ছিল ইনিংস ব্যবধানে হার। সফরকারীদের এই দুর্বলতার সুযোগ দ্বিতীয় টেস্টেও নিতে চায় স্বাগতিকরা। তাই ওয়েলিংটনে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে নিজেদের শর্ট বলের মন্ত্রের কথাই স্পষ্ট করলেন কিউই পেস তারকা ট্রেন্ট বোল্ট।

শুক্রবার ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সেখানকার বেসিন রিজার্ভের বাতাসে উইকেট ব্যাটিং নির্ভর আশা করা গেলেও সঙ্গে আছে বাউন্সারের ভীতি। সেই ভীতি নিয়ে বাংলাদেশকে সতর্ক করে নিজেদের আক্রমণের কথা আগেই জানিয়ে দিলেন বোল্ট।

দ্বিতীয় টেস্টকে সামনে রেখে বোল্ট জানান,‘আমি নিশ্চিত ওরাও জানে এটাই (শর্ট বল) হবে। আমার মনে হয় এটি ভালো কৌশল হবে।’

প্রথম টেস্টে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ওয়াগনার। দ্বিতীয় টেস্টেও তার উপরেই আস্থা বোল্টের। তার কথায়, ‘আমাদের ওয়াগনার আছে যে এই(বাউন্সার) পরিকল্পনা খুব ভালোভাবেই কাজে লাগাতে জানে। এটি এমন কৌশল যা আমরা ব্যবহার করে সফল হয়েছি এবং নিশ্চিত থাকুন এখানেও তা অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমস/৬ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :