ছাত্রকে বেত্রাঘাতে মাদ্রাসাশিক্ষকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
  প্রকাশিত : ০৭ মার্চ ২০১৯, ১৮:৪২
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছাত্রকে বেত্রাঘাত করে জখম করায় জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক বায়েজিদ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নয় বছর বয়সী ওই ছাত্রের নাম জোবায়ের হোসেন রাহাত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম অমিত দেব নাথ বুধবার রাতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক বায়েজিদ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর-মান্দুলিয়া গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার নাজেরা বিভাগে অধ্যায়নরত চামুরিয়া গ্রামের জোবায়ের হোসেন রাহাত (৯)কে দেখতে যান তার বাবা বাবুল হোসেন মিলন। ছেলেকে কান্না করতে দেখে তিনি বেত্রাঘাতের কথা জানতে পারেন। ছেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পান তিনি। পরে এ ঘটনায় ওই শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন মিলন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম অমিত দেব নাথ বলেন, ‘শিক্ষার্থীদের ওপর বেত্রাঘাত চালানো সরকারের নিষেধ থাকা সত্ত্বেও উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার এক শিশু ছাত্রকে অতিরিক্ত বেত্রাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করায় ওই ছাত্রের বাবা বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন। পরে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।’

(ঢাকাটাইমস/৭মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা