কাতারে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ইবি প্রতিনিধি দল

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০১৯, ২১:৪৯
অ- অ+

কাতারে ১৬ মার্চ শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক আরবি বির্তক প্রতিযোগিতা। রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আরবি বিতার্কিক দল।

কাতার ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

সূত্র মতে, বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম শামসুল হক সিদ্দিকী। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র আহমাদ মুস্তাইন বিল্লাহ, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহা তরিক, আল হাদিস বিভাগের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের।

৫২টি দেশের ১১০টি দল অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১৩ মার্চ দেশত্যাগ করবে ইবি আরবি বিতার্কিক দল।

এ উপলক্ষে রবিবার সকালে প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

এ সময় উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব।

(ঢাকাটাইমস/১০মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা