কারামুক্ত সাঈদীপুত্র মাসুদ

পিরোজপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৯, ১৭:৪৩

মানবতাবিরোধী অপরাধে আজীবন কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে ও ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বিস্ফোরক আইনের মামলায় ২০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। উচ্চ আদালত থেকে দ্বিতীয়বারের মতো জামিন নিয়ে রবিবার সন্ধ্যায় পিরোজপুর কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন।

এর আগে প্রথম দফায় হাইকোর্টের দেয়া ছয় সপ্তাহের আগাম জামিন শেষ হলে গত ১৯ ফেব্রুয়ারি পিরোজপুর জেলা দায়রা জজ আদালতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী হাজির হলে আদালতের বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শামসুল হক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরে উচ্চ আদালতে পুনরায় জামিনের আবেদন করলে গত ৪ মার্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশেই ২০ দিন কারাভোগের পর তিনি মুক্তি লাভ করেন।

(ঢাকাটাইমস/১১মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :